
সুপ্রিয় শিক্ষার্থীরা,
শুরুতেই সবার জন্য শুভকামনা রইল। আশা করি,সবাই সুস্থ ও সুন্দর জীবনযাপন করছো।আমরা লিখে বা কথা বলে মনের ভাব প্রকাশ করি।তবে মনের সব ভাব,কথা বা অনুভূতি কিন্তু সমান ভাবে প্রকাশ করিনা।এর জন্য আমাদের ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের বাক্য(sentence).এই সব বাক্য তৈরি সম্মন্ধে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে তাহলে আমরা সহজেই ইংরেজিতে লিখতে ও কথা বলতে পারব।আজ আমরা বাক্য( sentence) সম্মন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব।
★Part-4:Learning English
★Sentence:একাধিক অর্থবোধক শব্দ(word)সুশৃঙ্খল ভাবে পাশাপাশি বসে সম্পূর্ণরুপে মনের ভাব প্রকাশ করলে তাকে Sentence বা বাক্য বলে।মনের ভাব প্রকাশের উপর ভিত্তি করে Setence পাঁচ প্রকার। যথাঃ-
1.Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
2.Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
3.Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
4.Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
5.Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
★Assertive Sentence :যে sentence দ্বারা হাঁ-সূচক(Affirmative) বা নেতিবাচক (Negative) কোনো কিছু বর্ণনা করা হয়, তাকে Assertive Sentence বলে।এ বাক্য সাধারণত Subject দিয়ে শুরু হয়।
*Structure :
[1.Sub+verb+obj/Ex.]
[2.Sub+A.V+not+obj/Ex.]
*Example:
1.He is a learner.
2.He is not a businessman.
3.She goes to college.
4.She does not go to market.
★Interrogative Sentence:যে Sentence দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা কোনো প্রশ্ন করা হয়, তাকে Interrogative Sentence বলে।হাঁ বা না-বোধক উত্তর জানতে A.V দিয়ে প্রশ্ন করা হয়, আর কোনো কিছুর বর্ণনা জানতে WH Questions(What,who,why,how,when,where,whom,which,whose)দিয়ে প্রশ্ন করা হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন(?)ব্যবহার করা হয়।
*Structure:
[1.A.V(not)+sub+ Verb (1)/obj/Ex+?]
[2.WH+A.V(not)+sub+Verb(1)/obj/Ex+?]
*Examples :
[1]a.Does he study?
b.Didn’t she play?
c.Are you a learner?
d.Aren’t you a learner?
e.Am I learning English regularly?
[2]a.What does he do?
b.What doesn’t he do?
c.Why are you a learner?
4.Why aren’t you a learner?
5.When can they come to me?
বিঃদ্রঃ উপরোক্ত structure এর ব্যতিক্রম ও কিছু প্রশ্ন করা যায়।
★Imperative Sentence:
যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ,প্রস্তাব করা হয়, তাকে Imperative sentence বলে। এ Sentence শুরু হয় Don’t/Never/Please/Kindly/Let/Verb(1) দিয়ে।
*Structure :
[1.Verb(1)+obj/Ex.]
[2.Don’t/Never/Please/Kindly+verb(1)+obj/Ex.]
[3.Let +obj+verb(1)+Ex.]
*Examples:
[1]a.Give me a pen(আদেশ)
b.Do the sum.( আদেশ)
[2]a.Don’t hate the poor.(উপদেশ).
b.Don’t disturb me.(নিষেধ)
c.Never tell a lie.( উপদেশ)
d.Please/Kindly,help me.(অনুরোধ)
e.Let us play football. (প্রস্তাব).
★Optative Sentence :যে Sentence দ্বারা কারো জন্য দোয়া বা প্রার্থনা করা হয় তাকে optative sentence বলে।এ sentence টি মূলত May দিয়ে শুরু হয়। তবে verb(1) দিয়েও মাঝে মাঝে শুরু হয়।
*Structure :
[May+sub+verb(1)+Ex.]
*Examples:
1.May Allah help you.
2.Live you long.
★ Exclamatory Sentence :
যে sentence দ্বারা আকস্মিক মনের কোনো ভাব প্রকাশ করা হয়, তাকে Exclamatory sentence বলে।এ sentence এর শুরুতে কিছু বিস্ময়সূচক শব্দ(alas/ah/oh/fie/hurrah/bravo/wow+ বিস্ময়সূচক চিহ্ন(!)বসে।তবে কোনো কোনো সময় পূর্ণ বাক্য দিয়েও বিস্ময় প্রকাশ করা হয়-এ ক্ষেত্রে বাক্যের শেষে(!)চিহ্ন বসে।
*Structure :
[1.বিস্ময়সূচক শব্দ+!+Assertive sentence. ]
[2.How/what(a/an)+adjective +sub+verb+!]
*Examples:
[1]a.Hurrah!I have found my lost pen.
[2]a.How energetic you are!
b.What a beautiful the river is!
★বিঃদ্রঃ ১.Exহল Extension এর সংক্ষিপ্ত রুপ যা বাক্যেয় verb /obj এর পরের অংশকে বলা হয়।
২. গঠন অনুসারে sentence আবার তিন প্রকার যা পরবর্তীতে আলোচনা করা হবে।
★Prepared by-
N.u.Shanto
Lecturer in English
Somota School & College
Chhatak,Sunamganj.