
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি,সবাই ভালো আছো। আমরা ইতোমধ্যে should have এর ব্যবহার সম্মন্ধে কিছুটা জেনেছি। আজও should have ব্যবহার করে নতুন কিছু বাক্য তৈরি করা শিখব।
★কারো কোনো কিছু করা উচিৎ ছিল এরূপ অর্থে নিম্নোক্ত Structure এ বাক্য তৈরি করা যায়।
★Structure:
[Sub+should have+verb(3)+obj/ex.]
★Examples:
1.আমার বাজারে যাওয়া উচিৎ ছিল।
I should have gone to market.
2.তোমার কাজটি করা উচিৎ ছিল।
You should have done the work.
3.তার ছবিটি আঁকা উচিৎ ছিল।
He should have drawn the picture.
★Practices:
1.আমদের টাকা উপার্জন করা উচিৎ ছিল।
2.তোমাদের ই-মেইল পাঠানো উচিৎ ছিল।
3.তাদের ই-মেইল গ্রহণ করা উচিৎ ছিল।
★Prepared by-
N.U.Shanto
Lecturer in English
Somota School & College
Chhatak, Sunamganj.