প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
লিটন বনিক, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িযা।

বিজয়নগরে বালুভর্তি ট্রাক খাদে পড়ে এক ব্যক্তির  মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বালু ভর্তি ট্রাক খাদে পরে খোকন মিয়া (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ২০২০ ইং ভোরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সোনাবর্শিপাড়া (আইয়া ব্রিজ পাশে) বালু ভর্তি ট্রাক নিয়ে ব্রীজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে করে ঘটনাস্থলে খোকন মিয়া (২৭) এর মৃত্যু হয়।
এতে আরো একজন গুরতর আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ লাশ উদ্ধার করেন এবং দূর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে নিয়ে আসেন। নিহত খোকন মিয়া উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুরের মধু মিয়ার ছেলে।
লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Categories