“মূল্যায়নের অভাবে নীরবেই সঙ্গীত সাধনা করে যাচ্ছেন,হাওর পাড়ের বাউল শিল্পীরা”

আবু জাহান তালুকদার: সুনামগঞ্জ প্রতিনিধিঃ
মূল্যায়নের অভাবে নীরবেই সঙ্গীত সাধনা করে যাচ্ছেন,হাওর পাড়ের বাউল শিল্পীরা।
নগর জীবনের নানা নাগরিক সুবিধায় অনেকেই শিল্পী হয়ে ওঠেন। সফটওয়্যার নির্ভরতাসহ আধুনিক যুগের তথ্য প্রবাহের অবাধ সুযোগে অনেকে জনপ্রিয়ও হোন।
কিন্তু আমাদের সুনামগঞ্জ তাহিরপুর হাওরাঞ্চলের আনাচে কানাচে অনেক গুণী শিল্পী ছড়িয়ে রয়েছেন তাদের খবর কেউ রাখেন না,অযত্ন আর অবহেলায় মূল্যায়নের অভাবে এসব হাওরাঞ্চলের গুণী শিল্পীদের কথা অনেকে জানতেই পারেন না।
অথচ তাদের সামান্য সামাদর বা যত্ন করা হলেই তারা-ও ভূমিকা রাখতে পারেন আমাদের দেশীয় সাংস্কৃতি অঙ্গনে। তবে এই হাওরাঞ্চলে গ্রামে বা মফস্বল হাটবাজারে পড়ে থাকা এসব শিল্পীদের অনেকেই নীরবে নিভৃতে সঙ্গীত সাধনা তথা শিল্প সাধনা করে যান। বিনিময়ে তাদের দুমুঠো ডাল ভাতও জোটে না। অথচ একজন শিল্পীর যত গুণাবলী থাকা প্রয়োজন তার সবই এদের আছে।
এমনি একজন বাউল শিল্পী বাউল আবুল কালাম সরকার।দেশের দ্বিতীয় রামসার সাইট প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর এলাকার সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বেতাগড়া গ্রামের বাসিন্দা, বাউল আবুল কালাম সরকার। বাউল গানের জন্য স্থানীয়ভাবে পরিচিতি পাওয়া এই শিল্পী গানকেই সাধনা ও সিদ্ধি লাভের উপায় বলে মনে করেন এই হাওর পাড়ের জনপ্রিয় বাউল শিল্পী।
যিনি নিজের লেখা গান সুর দিয়ে পরিবেশন করে জীবিকা নির্বাহ করেন। বাউল আবুল কালাম সরকার এর গুরু একই উপজেলার বাউল নুর ইসলাম ফকির ।উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং/শিবরামপুর অবস্থানরত ক্বারি নুর আলী শাহ (রহ.) মাজারে ২০ বছর বয়সে বাউল নুর ইসলাম ফকির এর গানে আকৃষ্ট হয়ে তার সংস্পর্শে আসেন তিনি।
বাউল নুর ইসলাম সরকারের শিষ্যত্ব লাভ করে তার বাউল সঙ্গীত সাধনার শুরু করেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। সেই থেকেই তিনি গান লিখতে শুরু করেন।তার সঙ্গী শুধু একটি মাত্র বেহেলা । এছাড়া অন্যান্য সময় বড় বড় অনুষ্ঠানে তার সঙ্গে সঙ্গীত পরিবেশনের সময় বাংলা ঢোল, খোল, হারমনিয়াম ও বাঁশের বাঁশি দিয়ে সহযোগিতা দেয়ার জন্যও রয়েছেন কয়েকজন শিল্পী। এদের নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল আবুল কালাম সরকার ।
বিভিন্ন অনুষ্ঠানে চুক্তির ভিত্তিতেই সঙ্গীত পরিবেশন করলেও সেক্ষেত্রে আর্থিক প্রাপ্তিটাই মুখ্য নয়। বরং মানুষের জন্য সঙ্গীত পরিবেশনই তার উদ্দেশ্য। ইতোমধ্যে বাউল বাউল আবুল কালাম সরকার এর কয়েকটি এ্যালবামও বেড়িয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল গানে মিলে প্রানের সন্ধান, এছারাও ক্বারি নুর আলী শাহ,দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর নিয়েও একাধিক গান লিখেছেন উনি সঙ্গীত প্রিয় মানুষটি তাৎক্ষণিক গান রচনা করে সুর দিয়ে পরিবেশন করতে পারেন।