“কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সেরা দল”

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
এস,এম হুমায়ুন কবির, কোটচাঁদপুর, ঝিনাইদহ।

কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সেরা দল।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান-এঁর জন্ম শতবা‌র্ষি‌কী উপল‌ক্ষে উপ‌জেলা পর্যা‌য়ে বিতর্ক প্র‌তি‌যো‌গিতায় কোটচাঁদপুর মাধ্য‌মিক বা‌লিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌ছে।
বিতার্কিকরা হল :
১. নোশিন নাওয়ার ঐশ্বর্য্য (দলনেতা), ১০ম বিজ্ঞান
২. সায়মা আজগর সামিয়া ( ৯ম বিজ্ঞান) এবং
৩. তাসকিয়া তাহসিন মৌমি ( ৯ম বিজ্ঞান)।
সহযোগী হিসেবে ছিল
১. সানজিদা ইসলাম ( ৯ম বিজ্ঞান) এবং
২. নসরাত জাহান ( ৯ম বিজ্ঞান)।
সেরা বিতার্কীক এর সম্মান পেয়েছে অত্র বিদ্যালয়ের দলনেতা নোশিন নাওয়ার ঐশ্বর্য্য। বিদ্যালয়ের জন্য এ অনন্য গৌরব বয়ে আনার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে পুরো টিমসহ সহযোগী শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। এবার জেলার প্রতিযোগিতায় জয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।
অনলাইন ভিত্তিক এ প্রতিযোগিতার সম্পূর্ণ আয়োজনে কুশীলবের দায়িত্ব পালনকারী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব এসএম হুমায়ুন কবীরকে প্রধান শিক্ষক মহোদয় বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Categories