হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা খেল পুলিশ সদস্য

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

সুজন ভৌমিক,  ফটিকছড়ি।   

  হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে রিমন চৌধূরী নামে এক পুলিশ সদস্য ধরা পড়েছে এলাকাবাসীর হাতে।গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে হাটহাজারী পৌরসভার ইস্টার্ণ আবাসিকের মা-বাবা টাওয়ার থেকে আটক করে এলাকাবাসী। হালকা-পাতলা উত্তম-মধ্যম দিয়ে থানায় তুলে দেয়।রিমন চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত আছে বরে জানা যায়।রিমনের বাড়ি উপজেলার মেখল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চৌধূরী বাড়ির নৃপতি চৌধূরীর ছেলে।জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সাথে পুলিশ সদস্য রিমন চৌধুরীর পরকীয়ায় চলছিলো। গতরাতে রিমন চৌধুরী তার মা-বাবা টাওয়ারের তৃতীয় তলার বাসায় আসেন। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন ওই প্রবাসীর আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে এলাকাবাসীর সহযোগীতায় ওই পুলিশ সদস্যকে আটক করে।পরবর্তীতে  শুক্রবার সকালের দিকে ৯৯৯ এ নাম্বারে কল দিয়ে ঘটনা জানালে হেল্প লাইনের খবরের সূত্র ধরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়কে  মডেল থানায় নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য পরকীয়া প্রেমিক পুলিশ সদস্য রিমন চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রবাসীর স্ত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানা সূত্রে জানা গেছে, বর্তমানে তারা উভয়ই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই নিয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 


Categories