ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলি সেতুর অ্যাপ্রোচে ধ্বস

আবু সামা টাংগাইল।।
পানি কমতে শুরু করায় টাঙ্গাইলে পুংলি সেতুর অ্যাপ্রোচে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে সেতুটির ১৫ মিটার অংশ ধ্বসে গেছে। বুধবার বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপুর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি সেতুতে এই ভাঙন শুরু হয়।জানা গেছে, পৌলি নদীতে পানি কমতে থাকায় মহাসড়কের পুংলি সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দেয়। এতে বিকেলে হঠাৎ করে সেতুর প্রায় ১৫ মিটার অ্যাপ্রোচ সড়ক ধ্বসে যায়। তবে এখন পর্যন্ত সেতুর অ্যাপ্রোচ ধ্বসরোধে কোন উদ্যোগ নেয়া হয়নি।টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, পুংলি সেতুর অ্যাপ্রোচ ধ্বসে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। যেহেতু মহাসড়কটির উন্নয়নের কাজ একটা প্রজেক্টের অধীন রয়েছে সুতরাং ওই প্রজেক্টে কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারাই পরবর্তিতে ব্যবস্থা গ্রহণ করবে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, মহাসড়কের পুংলি সেতুতে অ্যাপ্রোচ ধ্বসের বিষয়টি জানা নেই।