“‌ঝিনাইদহের ম‌হেশপুরে উপ‌জেলা প্রশাসন কর্তৃক কি‌শো‌রি‌দের প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা”

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
এস,এম হুমায়ুন ক‌বির, ঝিনাইদহ।

‌ঝিনাইদহ জেলার ম‌হেশপুর উপ‌জেলা প্রশাসন কর্তৃক কি‌শো‌রি‌দের প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌লো।

মহেশপুর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিদ্যালয়ের ছাত্রীদের (৮ম -১০ম শ্রেনী) প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর-মহেশপুরের মা-মাটি ও জনমানুষের প্রাণপ্রিয় নেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ-৩, জননেতা এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল-এমপি।


Categories