৩০ ডিসেম্বর ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।

সাধারণত প্রতিবারই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের আগের সময় হিসাব করে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর কিংবা প্রধানমন্ত্রীর সুবিধামতো সময় ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু পরে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের সময় বাড়ানো হয়। গতকাল সোমবার প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। এ জন্য পরে ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টি আলোচনায় আসে। ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশের বিষয়টি চূড়ান্ত হয় আজ।
তবে বিনা মূল্যের বই বিতরণের তারিখটি আগেই ঠিক হয়েছিল। একই দিনেই ফলাফল প্রকাশ হতে পারে বলেও আলোচনা চলছিল।
করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। অন্যান্য বছরের মতো এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হয়। অন্যান্য আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষা নেয়া হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়া হবে এবং ফলাফল তৈরি করা হবে।