২৫% উৎসব ভাতা শুধুই লজ্জার বিষয়

প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২০

বেসরকারি শিক্ষক কর্মচারীগণ অারো একটি ২৫ ভাগ উৎসব উদযাপন করলেন। অার কত দিন চলবে এই বঞ্চনা?

বেসরকারি শিক্ষকরা কী এমন অপরাধ করেছেন, যে তাদের এই অপ্রাপ্তির খবরগুলো কর্তা ব্যত্তিদের কর্ণে পৌঁছায় না? আন্দোলন, সংগ্রাম, লেখালেখি, মানববন্ধন, স্মারকলিপি প্রদান — সব কিছুইতো হয়েছে। 

বেসরকারি শিক্ষক কর্মচারীদের বঞ্চিত করে খুশি হন কারা?

প্রজাতন্ত্রের সরকারী শিক্ষকগণ যে সিলেবাস পড়ান, যে কারিকুলাম অনুসরণ করেন, যে পরিক্ষা  পদ্ধতিতে পরিক্ষা কার্যক্রম পরিচালনা করেন, তার সবগুলোইতো বেসরকারি শিক্ষকগণ করে থাকে। তারপরও তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে?

এই প্রশ্নের উত্তর কার কাছে চাইব? এই বঞ্চনা থেকে বেসরকারি শিক্ষক সমাজ কবে, কীভাবে মুক্তি পাবে?

একটি সোনার বাংলা, একটি মানচিত্র, একটি সংবিধান, একটি মন্ত্রনালয়, একটি প্রশাসন, কিন্তু সরকারি অার বেসরকারি নামে দুটি ভাগে ভাগ করে চরম বিভাজন তৈরি করে রাখা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা আপনিই বেসরকারি শিক্ষকদের আশা,  আকাংঙ্খা ও ভরসার জায়গা। মাননীয় নেত্রী আপনি বেসরকারি শিক্ষকদের মনের কথা শুনোন, তাদের পুঞ্জিভুত কষ্টগুলোকে আপনি হৃদয় দিয়ে অনুভব করুন। প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী আপনার একটি ঘোষণার দিকে তাকিয়ে আছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে চিরস্মরণীয় করে রাখতে বেসরকারি  শিক্ষা ব্যবস্হা ‘জাতীয়করণ‘ ঘোষণা করুন।  এই সোনার বাংলার বেসরকারি  শিক্ষকদের হৃদয়ে অাপনার নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


Categories