১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশকে অনুদান হিসেবে উপহার দিয়েছে ভারত সরকার।

ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ভারত সরকারের অনুদান হিসেবে দেওয়া হয়েছে এই লোকোমোটিভগুলো। এর মাধ্যমে ২০১৯ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের একটি ‘গুরুত্বপূর্ণ’ প্রতিশ্রুতি পূরণ হল।
”বিশ্বের খুব কম দেশের মধ্যেই আমাদের মতো ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের অংশীদারিত্ব আজ এই অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষেত্রে আদর্শ হিসেবে বিবেচিত।”

”আমি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়কে ভারতের সাথে ব্যবসায়ীক যোগাযোগ আরও বাড়ানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”