হোমনায় করোনা সংক্রমণ রোধে জনগণের উদ্দেশ্যে ইউএনও তাপ্তি চাকমার গণবিজ্ঞপ্তি জারি

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

মো. মনিরুল ইসলাম, হোমনা, কুমিল্লা

এতদ্বারা হোমনাবাসীকে জানানো যাচ্ছে যে, দিন দিন হোমনা উপজেলার করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। ১. সকলকে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে। মাস্ক পরিধান না কলে জরিমানা করা হবে। ২. অসুস্থ বোধ করলে বাইরে যাওয়া যাবে না। সম্ভব হলে টেস্ট করুন এবং রিপোর্ট না আসা পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকুন না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৩. স্বাস্থ্য বিধি মেনে শুধু মাত্র জরুরী প্রয়োজনে বাহিরে বের হতে পারবেন তবে গণপরিবহন এড়িয়ে চলুন। ব্যক্তিচালিত রিক্সা -০১ জন, অটো ও সিএনজিতে- ২ জনের বেশি যাতায়াত করা যাবে না। ৪. বিকাল ৪টার পর দোকান বন্ধ থাকবে (শুধুমাত্র ফার্মেসী, জরুরী সেবা ২৪ ঘন্টা খোলা থাকবে) ৫. খাবার হোটেল/রেস্টুরেন্ট এ এক টেবিলে ০২ জনে বেশি বসা যাবে না। সম্ভব হলে হোটেলে বসে না খেয়ে পার্সেল নিন। ৬. সবাই ঘরে নামাজ পড়–ন, মসজিদে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। ৭. সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পরস্পরের মধ্যে কমপক্ষে ৩ফুট দূরত্ব বজায় রাখুন। ৮. বারবার সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। অপরিচ্ছন্ন হাত দিয়ে মুখ, নাক ও চোখ ছোঁয়া থেকে বিরত থাকুন। ৯. জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা হলে বাড়িতে আলাদা থেকে চিকিৎসা নিন। বাড়ির অপর সদস্যদের থেকে দূরে থাকুন। ১০. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে চলুন। ১১. স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সব স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলুন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং উপরে উল্লেখিত নির্দেশনা কে অমান্য করলে “সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮” অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাপ্তি চাকমা

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি

হোমনা, কুমিল্লা


Categories