হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আইসিইউতে আল্লামা শাহ আহমদ শফি।
চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার সদ্য পদত্যাগী মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি আইসিইউতে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে আইসিইউতে ভর্তি করা হয়।

আল্লামা শাহ আহমদ শফী
জানা গেছে, দেশের খ্যাতিমান প্রবীণ আলেম আল্লামা আহমদ শফীকে গতরাতে হাটহাজারী মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে হাসপাতালের ৩য় তলার আইসিইউ’র ৮ নম্বর বেডে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানিয়েছেন, মাওলানা শফি সাহেব দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এরই মধ্যে তার সমন্বিত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
আল্লামা শাহ আহমদ শফীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হুজুরের অবস্থা এখন উন্নতির দিকে।’

হাটহাজারী মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রসঙ্গত, দুই দিন ধরে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের জেরে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদ থেকে গতকালই পদত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী। তবে তিনি আমৃত্যু প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকবেন। এ ছাড়া আল্লামা শফীর ছেলে আনাস মাদানীকেও মাদরাসার সহকারী পরিচালকের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালকের পদ ছেড়ে দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
শুক্রবার বিকালে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হবে বলে হাসপাতলের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম জানিয়েছেন।
সংবাদটি পঠিত: ১,০৪৯