
অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর গত রোববার দুজনকে ভারতের মুম্বাইয়ের ননবতী হাসপাতালে ভর্তি করা হয়। এর পরই খবর আসে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যাও করোনা পজিটিভ। তবে মা-মেয়ের কোনো উপসর্গ ছিল না। গতকাল শুক্রবার ঐশ্বরিয়া ও আরাধ্যার জ্বর ও গলাব্যথা দেখা দিলে দ্রুত তাঁদের একই হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চিকিৎসার পর ঐশ্বরিয়ার জ্বর কমেছে, গলার অবস্থাও আগের তুলনায় ভালো এবং অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, আরাধ্যার জ্বর নেই বললেই চলে। অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা ননবতী হাসপাতালে ভিআইপি উইংয়ে রয়েছেন। বর্তমানে ঐশ্বরিয়া ও আরাধ্যাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাঁদের তত্ত্বাবধান করছেন ডা. বারবি ও ডা. আনসারি।
বচ্চন পরিবার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে, তা সাত দিন হতে চলল। করোনার দ্বিতীয় পরীক্ষা সাত দিন পর করার কথা। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকার বলেছিলেন, এক সপ্তাহ পর তাঁদের দ্বিতীয় পরীক্ষা হবে। সে অনুযায়ী আজ, কাল অথবা দুদিনের মধ্যে দ্বিতীয় পরীক্ষা করা হবে।
গত ১২ জুলাই অভিষেক বচ্চন টুইটারে জানিয়েছিলেন, ঐশ্বরিয়া ও আরাধ্যা দুজনই কোভিড-১৯ পজিটিভ। তাঁরা বাড়িতে সেলফ কোয়ারেন্টিনে থাকবেন। সবার প্রার্থনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বচ্চনপুত্র। তবে গতকাল শুক্রবার তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বিগ বচ্চন ভক্ত-অনুরাগীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।