হকারদের জন্য সময় নির্ধারন করলেন সিটি প্রশাসক সুজন

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
চট্টগ্রাম প্রতিনিধি ।। 
সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত হকাররা ব্যবসা পরিচালনা করবেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, হকার উচ্ছেদ নয়, পূনর্বাসন করাটাই হলো একটি সামাজিক দায়িত্ব।
হকারদের নির্দিষ্ট সময়ে নীতিমালা মেনে ব্যবসা করতে হবে। চট্টগ্রাম নগরীতে সুশৃংখল ও সুষ্ঠ ব্যবস্থাপনার আওতায় এনে হকারদের আয়-রুজির পথ নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক সুজন গতকাল নগরভবনে চট্টগ্রাম হকার সমিতির সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
প্রশাসক বলেন, ৩ সেপ্টেম্বর থেকে প্রথম পর্যায়ে স্টেশন রোড ও আগ্রাবাদে নির্ধারিত জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য হকাররা বসতে পারবেন। তাদের জন্য হলুদ রঙের মার্ক করা চিহ্নিত স্থানে বসার টুল ছাড়া অন্য কোন স্থাপনা থাকবে না বলে জানানো হয়। এখন থেকে সড়কের এক পাশেই তারা ব্যবসা করতে পারবেন। হকারদের খেয়াল রাখতে হবে নগরবাসীর হাঁটা চলা এবং যানবাহন চলাচলে যাতে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। তাই হকাররা হলুদ মার্ক করা স্থানে বসবেন। হকারদের কর্ম এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও বাতি লাগানোর দায়িত্ব পালন করবে সিটি কর্পোরেশন।
এছাড়া হকারদের জন্য নির্ধারিত ব্যাচ ও ইউনিফর্মও নির্দ্দিষ্ট করে দেয়া হয়েছে। এই ইউনিফর্ম ছাড়া কোন হকার রাস্তায় বসতে পারবেন না। হকার নেতৃবৃন্দের সাথে বৈঠকে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, তা মেনে চললে এই সুশৃংখল ব্যবস্থাপনার সুফল তারাই পাবেন। সিদ্ধান্ত পালনে যেন ব্যতয় না ঘটে সেজন্য হকার নেতৃবৃন্দকে সতর্ক বার্তা দেন প্রশাসক

Categories