
*স্মৃতিপদ্য* বিচিত্রা সেন
আমার চোখেতে দেখতে যে পেতে
হাজার তারার আলো
নানা ছলে বলে বোঝাতে চেয়েছো
কত তুমি বাসো ভালো
আমার হাসিতে শুনতে যে পেতে
হাজার পাখির গান
বলতে এ হাসি তোমার নাকি
বেঁচে থাকার উপাদান
পথে যেতে যেতে সময়ের স্রোতে
দূরে সরে গেছি আমি
এখন তো দেখি আমাকেই ছাড়া
বেশ ভালো আছো তুমি
তবে কি তোমার ওই প্রেম ছিল
শুধু ক্ষণিকের মোহ
সবই আমি বুঝি তবু মিছে খুঁজি
সেই স্মৃতি অহরহ।
কবি, গল্প ও প্রবন্ধকার – সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ।