“স্বজন’ শ্রীমঙ্গল এর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন”

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
“বৈশ্বিক কর্মে যুবশক্তি, শিশিরে শিশিরে করিবো সমুদ্র সৃষ্টি”  এই মন্ত্র বুকে ধারণ করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের একদল যুবক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সাংগঠনিকভাবে। তার-ই ধারাবাহিকতায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ “বৈশ্বিক কর্মে যুবশক্তি” এই মন্ত্রে উজ্জোবিত হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করে “স্বজন ইয়ুথ সোসাইটি”, মির্জাপুর।
এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অসীম কুমার কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শ্রীমঙ্গল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে পর্যাপ্ত অক্সিজেনের দরকার। এই  অক্সিজেন আমাদেরকে সাপ্লাই দেয় গাছ। আর এই গাছ লাগানোর মতো সুন্দর কাজটি করছেন স্বজন ইয়ুথ সোসাইটি দেখে আমি আনন্দিত।”  তিনি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা ব্যক্ত করেন স্বজন ইয়ুথ সোসাইটি এর মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজ মিয়া মাষ্ঠার, সাবেক চেয়ারম্যান ১ নং মির্জাপুর ইউনিয়ন, জনাব হাজী নূর উদ্দিন সাহেব, জনাব মোঃ আঃ সবুর মাষ্টার, জনাব আসাদুজ্জামান ষ্টিপেন ও স্বজন সদস্যবৃন্দ।
“স্বজন ইয়ুথ সোসাইটি” এর প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আবু আযম মাষ্টার জানান, সংগঠনটির প্রতিষ্ঠা শুরু থেকেই তারা এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ যেমন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামত, রক্তদান কর্মসূচি, গৃহহীনদের ঘর তৈরী করে দেওয়া এবং রাস্তার পাশে গাছ লাগানোর মতো সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে দুইশত ফলজ, ও ঔষধি গাছ লাগানো হয়।

Categories