
এম এ রায়হান, শার্শা, যশোর:
যশোরের শার্শা উপজেলার ২ নং লক্ষণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বোহিলাপোতা গ্রামের মোসলেম মেম্বার ক্ষমতার জোরে করোনা ভাইরাসের কারণে বোহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় উক্ত গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোকছেদের কাছে মাসে তিন হাজার টাকায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ভাড়া দেয়। প্রতক্ষদর্শিরা বলেন ক্ষমতার অপব্যবহার করে মোসলেম মেম্বার এটা করেছে। এই বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কোন ব্যক্তিও জানে না। এই বিষয়টি উক্ত গ্রামের সন্তান জনাব নাসিরুদ্দিন যিনি বর্তমানে র্্যাবে কর্মরত আছেন।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সকলে জানতে পারে। এ জন্য মোসলেম মেম্বার নাসিরুদ্দিন কে নানারকম হুমকি দেয় এমন কি তাকে গ্রামের ব্যাপারে মাথা না ঘামানোর পরামর্শ দেয়। পরে নাসিরুদ্দিন আরও জানতে পারে ঐ মেম্বার ৮০ হাজার টাকা মূল্যের সরকারি রাস্তার ও বিদ্যালয়ের (মেহগনি, রেইনট্রি, কড়ই)গাছ বিক্রি করেছে।এছাড়াও এই মেম্বারের নামে সরকারের বিভিন্ন অনুদান আত্মসাৎ করার অভিযোগ আছে। এলাকাবাসী ঐ মেম্বারের আইননানুগ শাস্তি দাবি করে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে।