“স্কুল খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আর গাইডলাইন দেওয়া মানে এই নয় যে, আমরা বলেছি, স্কুল খুলতে হবে”

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

      প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন

স্কুল খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আর গাইডলাইন দেওয়ার মানে এই নয় যে- আমরা বলেছি, স্কুল খুলতে হবে।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেছেন, এখনো স্কুল খোলার সময় হয়নি। তবে স্কুল খোলার মতো পরিবেশ তৈরি হলে- যে গাইডলাইন জারি করা হয়েছে- সে অনুযায়ী শিক্ষক-কর্মকর্তাদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হবে।

তিনি বলেন, যে গাইডলাইন দেওয়া হয়েছে, সেখানেই বলে দেওয়া আছে যে, স্কুল খোলার আগে প্রধান শিক্ষকরা কী কী ব্যবস্থা নেবেন। যেমন- সেখানে বলা হয়েছে যে- প্রত্যেকটা স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিতের জন্য মাস্ক পরার বিষটি নিশ্চিত করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আরো বলেন, জারি করা গাইডলাইনে বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে শিফটিং করে পাঠক্রম চালাতে হবে। অর্থাৎ একদিন এক শ্রেণি এবং পরের দিন অন্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে। স্কুল খোলার পরিকল্পনায় এসব বিষয় বিবেচনায় নিতে হবে। প্রত্যেকটি স্কুলের জন্য এই পরিকল্পনা করতে হবে। এক্ষেত্রে তাদের সহায়তা করবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। পরিকল্পনা তথা গাইডলাইন অনুসারে স্কুলগুলো পরিচালিত হচ্ছে কি না- সে ব্যাপারেও খোঁজখবর রাখবেন তারা।

স্কুল খোলার মতো পরিস্থিতি এখন তৈরি হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আকরাম-আল-হোসেন বলেন, তা তো বলা যাবে না। আপনারাও তো বোঝেন। তবে স্কুল খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টা নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসে সিদ্ধান্ত নেব। আর আগে গাইডলাইন দেওয়ার মানে এই নয় যে, আমরা বলেছি, স্কুল খুলতে হবে। প্রস্তুতি তো আর আজকেই নেওয়া যাবে না। প্রস্তুতি গ্রহণ করতে তো সময় লাগবে, আর সেজন্যই আগে-ভাগে গাইডলাইন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর তা রোধে মার্চের মাঝামাঝি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যে কয়েক দফা বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


Categories