সোনাইমুড়ী উপজেলা এসএসসি ফলাফলে শীর্ষে কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

নোয়াখালী জেলার একটি স্বনামধন্য উপজেলা হচ্ছে সোনাইমুড়ী। এই উপজেলায় ২০২০ইং সনে এস. এস.সি পরীক্ষায় G.P.A-5 পাওয়া শীর্ষপ্রতিষ্ঠান হচ্ছে কাশিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়টি GPA-5 পেয়েছে ২৬ জন শিক্ষার্থী, ওয়াসেকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পেয়েছে ২৫ জন শিক্ষার্থী এবং ভূঁইয়ার হনুফাখাতুন উচ্চ বিদ্যালয় পেয়েছে ২৩ জন শিক্ষার্থী। শতভাগ পাশ করা বিদ্যালয় গুলো হলো বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়, থানারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যাল, মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়, রাজিবপুর উচ্চ বিদ্যালয়, কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয়, মাহবুবেনেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ছনগঁাও বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ মুক্তিযোদ্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়। এ বছর সোনাইমুড়ী উপজেলায় পাসের হার ছিল ৯৩.৪৬% ।


Categories