“সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক কর্মশালা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু”

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।

সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক কর্মশালা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্লাটফর্ম ফর ডায়ালগ (পিফোরডি) এর  উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শুরু হয়েছে দু’দিন ব্যাপী  ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’   শীর্ষক অনলাইন কর্মশালা।
প্লাটফর্ম ফর ডায়ালগ প্রকল্পটি  ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্বাবধানে বৃটিশ কাউন্সিলের সহায়তায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বাস্তবায়ন করছে।
ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি।
আজ সকাল ৯টায় অনলাইন কর্মশালায ভার্চুয়াল মাধ্যমে সভাপতি হিসেবে যুক্ত হন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব শাহিন ইসলাম এনডিসি।
শ্রীমঙ্গলে অনলাইন কর্মশালায় উপস্হিত ছিলেন কর্মশালার পরিচালক ও  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবুজার গাফফারী, শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) মো. নেছার উদ্দিন ও মৌলভীবাজার  জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুস সাত্তার।
ভার্চুয়াল মাধ্যমে আরমেনিয়া থেকে যোগ দেন পিফোরডি এর টিম লিডার মিস্টার আর্সেন স্টেফানি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ( প্রশাসন ও উন্নয়ন) মো. মনজুরুল আলম এবং রেপেটিয়ার মো. আব্দুল মান্নান।
অনলাইন কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ে আলোচনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ড. মো. গোলাম ফারুক, ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ বিষয়ে আলোচনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মোখলেছুর রহমান।
কর্মশালায় মৌলভীবাজারের ১৭ জন ও শ্রীমঙ্গলের ৮ জন টেলিভিশন সাংবাদিক অংশগ্রহন করছেন।

 


Categories