“সুনামগঞ্জ থেকে ৩৬জন যাত্রী নিয়ে নেত্রকোনা যাওয়ার পথে ট্রলার ডুবি-১০ জনের মরদেহ উদ্ধার”

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

জেলা প্রতিনিধি সুনামগঞ্জঃ

সুনামগঞ্জ থেকে ৩৬জন যাত্রী নিয়ে নেত্রকোনা যাওয়ার পথে ট্রলার ডুবি-১০ জনের মরদেহ উদ্ধার.

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ শিশু, ৩ নারী ও ২ জন পুরুষ রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।


Categories