
অহিদুল ইসলাম- স্টাফ রিপোর্টারঃ
সীমান্ত থেকে গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার!
সীমান্ত এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার নন্দইল গ্রামের মাঠে একটি করলা ক্ষেত থেকে ফরিদুল ইসলাম (৫০) নামে ঐ গরু ব্যবসায়ীর মৃতদেহ আজ রবিবার (৬ সেপ্টেম্বর) উদ্ধার করেছে পুলিশ।
নিহত গরু ব্যবসায়ী নন্দইল গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে বলে জানাগেছে।
আজ ভোর সকালে এক কৃষক তার বাড়ির পাশে করলা ক্ষেতে কাজ করার জন্য গিয়ে ক্ষেতের পার্স্বের জমিতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দিলে ইউপি চেয়ারম্যান ঘটনাটি পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেন।
অপরদিকে নিহতের ছোট ছেলে তারেক হাসান সাংবাদিকদের কাছে বলেন, আমার বাবাকে হত্যা করা হয়েছে, হত্যাকান্ডের সঙ্গে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।