“সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে যাত্রী বাহী বাস খালের পানিতে , নিখোঁজ ২১”

সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৫/২৬ জন যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় আঁটকে রয়েছেন ২১ জন যাত্রী। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন গাড়ী থেকে বের হয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও গাড়ির ভিতরে আটক রয়েছেন।