সিন্ডিকেট করে চালের বাজার বাড়ানো হলে তার চরম মূল্য দিতে হবে ব্যবসায়ীদের — খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি মহোদয় বলেছেন, কৃষক ও ভোক্তার সমন্বয় করে চাল আমদানী নীতিমালা করেছে সরকার। যাতে করে কৃষকদের ন্যায্য মূল্য দেয়ার পাশাপাশি ভোক্তরাও সুলভ মূল্যে চাল কিনতে পারেন। কোন ব্যবসায়ী এই মূহুর্তে সিন্ডিকেট করে চালের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তাদের চরম মূল্য দিতে হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন তিনি। পাশাপাশি যেসব চাল কল মালিক গত মৌসুমে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি তাদের জন্যও থাকছে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। এ সময় উপজেলা চেয়ারম্যান শাজাহান হোসেন ও নির্বাহী কর্মকর্তা কল্যান চৌধুরী, দলীয় নের্তবৃন্দ সহ সরকারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মহোদয় সমন্বয় সভা ও প্রতিবন্ধি ও ক্যান্সার রিভার সিরোসিস রোগীদের জন্য এককালীন চেক প্রদান করেন।