
“২৫% ঈদ বোনাস”
আবদুল মান্নান
ঈদ বোনাস ২৫ পারসেন্ট !
পায় রে দেশের শিক্ষক !
তাদের স্বার্থ দেখার দেশে
নেই কি কোন রক্ষক ?
মন্ত্রী আছেন, সচিব আছেন
নিচ্ছেন তারা বিদায় ।
তবুও তাদের পুরো বোনাস
পায়নি শিক্ষক আদায়!
কত আছেন শিক্ষক নেতা !
কত পদের বাহার !
শিক্ষক স্বার্থ বিক্রি করে
যোগায় পেটের আহার !
এই করেছি, সেই করেছি
করে কত জম্প !
পুরো বোনাসের দাবি হলে
দেয় যে পৃষ্ঠে লম্প !
২৫ পারসেন্ট বোনাস দিয়ে
কেমনে কিনবে গরু ?
ঈদ আনন্দ শিক্ষক বাড়ি
ধু ধু যে এক মরু!
বঙ্গবন্ধুর সোনার বাংলায়
এই বৈষম্য মানিনা।
পুরো মাসের বোনাস দেবেন
দেশরত্ব শেখ হাসিনা।
পুরো বোনাস দিয়ে তিনি
করবেন তাদের ধন্য ।
ইতিহাসের পাতায় তিনি
হবেন আবার গণ্য।