সাহসিকতার জন্য পুরস্কৃত হলেন দাগনভুঞাঁ থানার ওসি।

অানোয়ার হোসেন, দাগনভুঞাঁ, ফেনী::
ফেনীর দাগনভুঞাঁ থানার ওসি আসলাম সিকদারকে সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
সম্প্রতি দাগনভূঞাঁ বেকের বাজার এলাকায় ডাকাতদের হামলায় এক নৈশ প্রহরী নিহত হয়। খবর পুলিশ সেখানে অভিযান চালায় এবং এসময় পুলিশের গুলিতে তিন ডাকাত নিহত হয়।
এই ঘটনায় পুলিশ প্রশংসনীয় ভূমিকা রাখায় দাগনভূঞাঁ থানার ওসি আসলাম সিকদারকে গত সোমবার ফেনী পুলিশ সুপার এই নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।