
আবদুল মান্নান কক্সবাজার।
সাবেক কাউন্সিলর নোবেলের আরো ৮০ লাখ টাকা জব্দ করল দুদক।
কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলের আরো ৮০ লাখ টাকা জব্দ করেছে দুদক। কক্সবাজারে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে জাবেদ মো. কায়সার নোবেলসহ আরো ১০ জনের ব্যাংক ও সঞ্চয়ী হিসাব অনুসন্ধান করছে দূর্নীতি দমন কমিশন(দুদক)।
গত ১ সেপ্টেম্বর নোবেলের ৪টি বেসরকারি ব্যাংক থেকে ২০ কোটি টাকা জব্দ করেছিল দুর্নীিত দমন কমিশন।
গতকাল রোববার ১৩ সেপ্টম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারি পরিচালক শরীফ উদ্দীনের নেতৃত্ব দুদকের একটি দল কক্সবাজার জেলা ডাকঘরে নোবেলের নামে সঞ্চয়ী হিসাবে থাকা এসব টাকা জব্দ করেন।
দুদকের অনুসন্ধানে জাবেদ কায়সার নোবেলের নামে বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক কক্সবাজার শাখায় ২০ কোটির বেশি টাকার সন্ধান পাওয়া যায়। গত ১ সেপ্টেম্বর এ সব টাকা দুদক জব্দ করে।
অধিকতর অনুসন্ধানে তার নামে জেলা ডাকঘরে আরো বিপুল টাকার সন্ধান পায় দুদক। অবশেষে জেলা ডাকঘরে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়।
তিনি ভূমি অধিগ্রহণ শাখায় কথিত মধ্যস্থতার (দালালি) মাধ্যমে এসব হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।ফলে কাউন্সিলর নোবেলের নামে উল্লেখিত ব্যাংক সমূহের একাউন্টে জমা টাকাগুলো জব্দ করা হল।
বলাবাহুল্য, সাবেক কাউন্সিলর নোবেল ও দুইজন সাংবাদিক সহ কক্সবাজার জেলার ১০ জনের হিসাব অনুসন্ধান করছে দুদক।