
বর্ষা মৌসুমে বাড়ে সাপ ও পোকামাকড়ের উপদ্রব। প্রতি বছর এই সময়ে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের অক্টোবরের তথ্যের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন বলছে, প্রতি বছর অন্তত পাঁচ লাখ ৮০ হাজার মানুষ সাপের দংশনের শিকার হন। আর মারা যান অনন্ত ৬ হাজার মানুষ।
সাপে কাটলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সাপে কাটলেই মৃত্যু হবে এমন নয়।
সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, বাংলাদেশে ৮০ শতাংশ সর্পদংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ। তাই সাপ কামড়ালেই মৃত্যু হবে এমন ধারণা সঠিক নয়।
সাপের দংশন এবং অ্যান্টিভেনম নিয়ে গবেষণা করা এই অধ্যাপক বলেন, সাপে কাটলে দ্রুত ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। তা হলে মৃত্যুঝুঁকি কমবে।
সাপে কাটলে কী করবেন?
সাপ কাটলে কী করতে হবে ও কী করবেন না, সে বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই অধ্যাপক কয়েকটি পরামর্শ দিয়েছেন, সেগুলো নিচে দেয়া হলো–
১. দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
২. শক্ত কাপড় দিয়ে হালকা করে সাপে কাটা স্থান বাঁধতে হবে।
৩. সাপে কাটা পেশি কম নড়াচড়া করুন, পেশির নড়াচড়া যত কম হবে, বিষ তত কম ছড়াবে।
কী করবেন না
১. এ সময় আতঙ্কিত হবেন না। ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।
২. চিকিৎসক দেখার আগ পর্যন্ত কিছু খাবেন না।
৩. কোনো মলম বা মালিশ লাগানো উচিত নয়।
৪. সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধতে হবে। কারণ রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন।
সুত্র: বিবিসি