সাপাহার প্রেসক্লাবের সভাপতি সম্রাটকে লোড পয়েন্টের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

বাবুল আক্তারঃ নওগাঁর সাপাহার লোড পয়েন্টের পক্ষ থেকে সাপাহার প্রেসক্লাবের সভাপাতি জুলফিকার আলী সম্রাটকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাপাহার লোড পয়েন্ট কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লোড পয়েন্টের সভাপতি আব্দুর রহমান। তৃনমূল সংবাদে বিশেষ অবদান রাখায় সাংবাদিক জুলফিকার আলী সম্রাটকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্হিত ছিলেন সাপাহার শাখার লোড পয়েন্টের সাধারন সম্পাদক মাইনুদ্দীন ময়েন, যুগ্ন সাধারন সম্পাদক মীর আলম মীরু, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান ও সোহাগ সহ লোড পয়েন্টের কার্য নির্বাহী সদস্যগণ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।