
সৈয়দপুর থেকে যশোরে বদলী জনিত কারণে পরিবারের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন সেনা সদস্য আব্দুস সালাম। চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সময় তার লাগেজ চুরি হয়ে যায়। এগুলো আর ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়ে চলে যান গন্তব্যে। কিন্তু সান্তাহার রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় । শনিবার সকালে সেনা সদস্যের শ্বশুরের কাছে লাগেজটি হস্তান্তর করে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার এস আই মোস্তফা কামাল জানান, গত বুধবার চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে নতুন কর্মস্থলে স্বপরিবারে যাচ্ছিলেন সেনা সদস্য আব্দুস সালাম। কৌশলে তার লাগেজ চুরি করে সান্তাহার ষ্টেশনে নেমে পড়ে পৌর এলাকার নামা পোঁওতা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলের ফিরোজ হোসেন (৩৫)। তার চলাফেরা সন্দেহজনক হলেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। পরে লাগেজে থাকা কাগজপত্র নাম ঠিকানা ও ফোন নম্বর পেয়ে সেনা সদস্যের সাথে যোগাযোগ করা হয়।
বিষয়টি তিনি নিশ্চিত করলে শনিবার সকালে ওই সেনা সদস্যের শ্বশুরের কাছে লাগেজটি হস্তান্তর করা হয়। পুলিশের চেষ্টায় হারানো লাগেজটি ফিরে পেয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলীর কাছে ওই সেনা সদস্য আব্দুস সালাম কৃতজ্ঞতা জানিয়েছেন।