“সাকিব নিয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর করে দিয়েছে আইসিসি-শনিবার এক ই-মেইল বার্তায়”

সাকিব নিয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর করে দিয়েছে আইসিসি-শনিবার এক ই-মেইল বার্তায়।
নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জুয়াড়ির তথ্য গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর থেকে আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব। আগামী ২৯ অক্টোবর সাকিবের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিকেএসপিতেই অনুশীলন করবেন সাকিব।
বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘আজ থেকে অনুশীলন শুরু করেছেন সাকিব। কোচ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিম তার অনুশীলন দেখ-ভাল করছেন।’
কিন্তু তার আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম তালিকায় তার নাম ওঠায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শনিবার এক ই-মেইল বার্তার মাধ্যমে আইসিসি সেই ধোঁয়াশা দূর করে দিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, নিলাম যেহেতু সরাসরি ক্রিকেট সংশ্লিষ্ট কোনও কার্যক্রমের মধ্যে পড়ে না, তাই এ বিষয়ে আইসিসির কোনও বিধিনিষেধ নেই। আইসিসির সঙ্গে যোগাযোগ করার পর এ ব্যাপারে আইসিসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার রাজ শেখর রাও জানিয়েছেন, ‘আমাদের বোঝাপড়া অনুযায়ী তিনি যদি সরাসরি ক্রিকেট সংশ্লিষ্ট কোনও কার্যক্রমে অংশ না নেন, তাহলে তাতে কোনও সমস্যা নেই। নিলামে নাম থাকতেই পারে তার (সাকিবের)।’
লঙ্কান প্রিমিয়ার লিগের এই নিলামে উঠবেন ১৫০ আন্তর্জাতিক ক্রিকেটার। সাকিবের পাশাপাশি আছেন টি-টোয়েন্টি বিশ্বের পরিচিত মুখ ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে। আর এই তালিকা থেকে পাঁচটি দলে জায়গা পাবেন সর্বোচ্চ ৩০ জন আন্তর্জাতিক ক্রিকেটার।
তবে স্থানীয় ক্রিকেটারের বেলায় সংখ্যাটা আরও বেশি। পাঁচটি দল মিলিয়ে মোট ৬৫ জন স্থানীয় ক্রিকেটার সুযোগ পাবেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শুরুতে হওয়ার কথা ছিল আগস্টে। কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় নভেম্বর পর্যন্ত। এখন সেটি শুরু হবে ১৪ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের তিন ভেন্যু ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটা।