সহকর্মীকে হত্যার দায়ে আনসার রফিকের ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড!

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির সহকর্মী আমীর হোসেন হত্যার দায়ে রফিকুল ইসলাম(৪০) নামে সাবেক আনসার সদস্যের ফাঁসির আদেশ ও একই সাথে ৫০হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমীর হাসান এই রায় ঘোষণা করেন।

প্রায় পাঁচ বছর পর মামলার রায় ঘোষণা হলো। রফিকুল ইসলাম পানছড়ির বলিটিলা এলাকার মঙ্গল মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

২০১৫ সালের ৩ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চৌধুরী হিল আনসার ক্যাম্পে অপর সহকর্মীদের কথার শব্দে ঘুমে সমস্যা হওয়ায় ক্ষিপ্ত হয়ে সহকর্মীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলাম নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে গুলি করতে যায়। তাকে বাঁধা দিলে পোস্ট কমান্ডার আমির হোসেনকে(৬০) প্রথম গুলি করে। পরে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে নিজের ব্যবহৃত অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আমির হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের বাড়ি পানছড়ির বলিপাড়া এলাকায়। ওই দিন নিহতের ছেলে ফরিদ উদ্দিন বাদী হয়ে দীঘিনালা থানায় হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ১৭সেপ্টেম্বর পুলিশ রফিকুল ইসলামকে আসামি দেখিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে প্রায় পাঁচ বছর পর আদালতে এ রায় ঘোষণা করা হয়।


Categories