“সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামে ৫ দিন ধরে ভাসছে এক মহিলার লাশ”

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

মিয়া মোহাম্মদ এলাহি- সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামে ৫ দিন ধরে ভাসছে মহিলার লাশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামে ৫ দিন ধরে পানিতে ভাসছে একজন মহিলার লাশ। ওই লাশ উদ্ধারের কোন উদ্যোগ নেননি কেউ।

অবশেষে বুধবার সকালে লাশের পরিচয় মিলেছে। সে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের মৃত আলাবক্সের স্ত্রী ফুল বানু (৮১)।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্র জানায়, গত শনিবার সকালে লোকজন গ্রামের উত্তর পূর্ব দিকের ফসলি জমির পানির উপরে এক মহিলার লাশ ভাসতে দেখেন। স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ৫ দিনের মধ্যে কেউ লাশটি উদ্ধার বা সনাক্তের চেষ্টা করেননি।

অবশেষে  বুধবার  সকালে কয়েকজন লোক ভাসমান অবস্থায়ই লাশটি সনাক্ত করেন। এলাকাবাসীর ধারণা জায়গা জমি সংক্রান্ত বিরোধের কারণেই ফুলবানুকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালাহ উদ্দিন বলেন, লাশটি এতো দিন ধরে পানিতে ভাসছে। ফোলে গেছে। প্রথম দিকে মহিষবের গ্রামের সীমানায় ছিল । পরে মঙ্গলবার বিকেলের দিকে জয়ধরকান্দি গ্রামের ভেসে এসেছে লাশটি।

সকালে গ্রামবাসী লাশের কাছে গিয়ে সনাক্ত করে। পরে প্রশাসনকে লাশ সনাক্তের বিষয়টি জানায়।
সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, তিনদিন ধরে মহিলা নিখোঁজের ম্যাসেজ দিয়েছিল স্থানীয়রা। আর আজ লাশের খবর পেলাম। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিব।


Categories