“সরাইল-অরুয়াইল রাস্তা ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উকিল আবদুস সাত্তার ভূইয়া”

অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া থেকে-ফারুক আহমেদ।
সরাইল -অরুয়াইল রাস্তা ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন সরাইল-আশুগন্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব আলহাজ্ব উকিল আবদুস সাত্তার ভূইয়া।
আজ সোমবার ৩ আগস্ট ২০২০ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ভাটি অঞ্চল নামে খ্যাত অরুয়াইল-পাকশিমুল এলাকায় যাতায়তের একমাত্র মাধ্যম সরাইল অরুয়াইল রাস্তা ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ব্রাহ্মনবারিয়া-২ (সরাইল-আশুগন্জ) থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বি এন পি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, ভাটি অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয়, মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব উকিল আবদুস সাত্তার ভূইয়া।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার খোজ খবর নেন এবং বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ রাস্তা পূনরায় দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। তিনি চুন্টা, লোপাড়া অংশ সরেজমিনে দেখেন এসময় তিনি রাস্তা দ্রুত মেরামতে এলজিইডি র প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যের সুযোগ্য সন্তান জনাব মাইনুল হাসান তুষার, চুন্টা বিএনপি নেতা জনাব আব্দুর রহিম, অরুয়াইল যুবদল সাধারন সম্পাদক জনাব মোঃ ইয়াকুব, চুন্টা ছাত্রদল সভাপতি জনাব আল আমিন, পাকশিমুল ছাত্রদল সভাপতি জনাব তানভিরসহ অরুয়াইল, পাকশিমূল ও চুন্টা এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মি ও অত্র এলাকার জনসাধারন।