সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজে ওরিয়েন্টশন ক্লাস ২৮.০৯.২০২০ তারিখ সোমবার

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় পৌর সদরে অবস্থিত সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ২৮.০৯.২০২০ তারিখ বেলা ২.০০ ঘটিকায় ZOOM Aps এর মাধ্যমে ভার্চুয়ালী হবে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মো. নুর আলম জানান প্রতিবছর ক্লাস শুরুর আগে পরিচিতি ক্লাস হয় । এবছর করোনা প্রাদুর্ভাব এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিচিতি ক্লাস করা যাচ্ছে না তাই ভার্চুয়ালী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ড ১লা অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ দিয়েছেন ।আমার অধিকাংশ ছাত্রী গ্রামের তাই অনেকেই অনলাইন সম্পর্কে অবগত নয় । শিক্ষার্থীদের পরিচয় , অনলাইনে পারদর্শী ও সকল শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করতে আমরা আগে থেকেই ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। একজন শিক্ষার্থীও যেন কোন ক্লাস মিস না করে সে জন্য সকল শিক্ষার্থীদের ফোন ও এসএমএস করা হবে ।

রসায়ন বিষয়ের প্রভাষক জহিরুল ইসলাম বলেন আমাদের ২য় বর্ষের শিক্ষার্থীরা জুম এর মাধ্যমে রুটিন অনুযায়ী ক্লাস করছে সেসব ক্লাসে উপস্থিতি সন্তোষজনক । করোনা পাদুর্ভাবের কারনে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়েছে আর সময় নষ্ট না করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান । কলেজ অফিস থেকে রুটিন ও ক্লাস ভিত্তিক আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে শিক্ষার্থীদের বলা হয়।


Categories