সমুদ্রের বুকে যেমন
রাকিব হাসান
ধরো, একটি সমুদ্র।
সমুদ্রের সফেন জলরাশি আমার হৃদয়।
আর জলের পরতে পরতে মিশে আছে
যে নিবিড় নীলিমা, সে তুমি।
তোমার সর্বাঙ্গীন অন্তরণে আমার হৃদয়
ভরে আছে নীলে আর নীলে!
হৃদয়ের তুমিটাকে শরীরে ছোঁব বলে
একদিন সমুদ্র হতে
এক আঁজলা জল তুলে নিলাম,
দেখতে পেলাম, মুঠোভর্তি হাতে শুধু রঙহীন জল।
স্পর্শকাতর আমার হাত– সেখানে
নেই তুমি, নেই কোন নীল বা নীলাচল।
আঁজলাভরা জলে তোমায় না পেয়ে
তাকালাম সমুদ্রে (আমার হৃদয়ে)
দেখতে পেলাম, দোলায়মান জলে
অবিরত নীলিমার ঝিলমিল!
হৃদিতা, বুঝে নিলাম,
আমার মাঝে তুমিও তেমন
সমুদ্রের বুকে যেমন অন্তরিত নীল!