
আসাদুজ্জামান- শিবপুর সংবাদদাতাঃ
সকল ভেদাভেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে” এমপি মোহন।
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট ২০২০ খ্রিঃ শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং উপজেলা পরিষদ মাঠের দক্ষিণ পাশে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

নরসিংদী-৩ শিবপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহনের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। তিনি তার বক্তব্যে বলেন সকল ভেদাভেদ ভূলে গিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। এ সময় তিনি আরো বলেন যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানতে চায়না তাদের বাংলাদেশের নাগরিকত্ব থাকা উচিত না। তিনি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার আহবান জানান।
শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মুনমুন জাহান লিজা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান বুলু মাষ্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সহসভাপতি জুনায়েদুল হক ভূইয়া জুনু,
শিবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদীপ প্রজ্জ্বলন ও কালো ব্যাজ ধারণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।