সকল বন্ধ পাটকলচালুকরন সহ পাওনা টাকা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশের ২৫টি বন্ধ পাটকল চালুকরণ, জাতীয় জুটমিলের শ্রমিকদের সকল পাওনা টাকা পরিশোধ, আধুনিকায়ন করে রাষ্ট্রের উদ্যোগে চালু ও বেকার সমস্যা সমাধানের দাবিতে -পাটকল ও পাটচাষি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জে এক মানব বন্ধন ও সংহতি অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের এস,এস রোডে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, গনতন্ত্রী পাটি, সিরাজগঞ্জ শাখার সভাপতি রেজাউল করিম সূর্য্য, সিপিবি সভাপতি ইসমাইল হোসেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, বরকতউল্লাহ, সরোয়ারদ্দি খান, শহিদুলইসলাম , সন্তোষ কুমার বাবু, সুলতান আহমেদ, পলাশ কুমার ঘোষ , ডাঃআব্দুল হালিম, আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, হাজার হাজার শ্রমিককে রুজি বন্ধ করার এই সিন্ধান্ত সরকারকে বাতিল করে বন্ধ হয়ে যাওয়া ২৫টি মিল অবিলম্বে চালু করতে হবে। এবং জাতীয় জুট মিলের সকল শ্রমিকের পাওনা টাকা অবিলম্বে দিয়ে দেয়ার জোর দাবি জানান।


Categories