সংবাদকর্মী হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে বরগুনায় মানববন্ধন

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
জহিরুল হক, বরগুনা প্রতিনিধি।
সময় টলিভিশনের কক্সবাজারের রিপার্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টাকারি ও বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে হ্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন । আজ বেলা ১১ টায় বরগুনার সিরাজ উদ্দিন সড়ক সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি সংবাদ সম্মেলন করা হয়েছে।
এ সময় সাংবাদিক নেতারা দাবী করেন, সঠিক সাংবাদিকতা করতে গিয় প্রতিনিয়তই কুচক্র মহলের রেশানলে পরতে হয় সংবাদকর্মীদের। কক্সবাজার পুলিশ সুপার কার্যলয়ের নিকট সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টা চালানো হয়েছে, অথচ যারা এ ঘটনা ঘটিয়ছে তাদের গ্রেফতারতো দুরে থাক সনাক্ত করতেও পারেনি পুলিশ। এদিকে বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে হত্যার ঘটনায় একজন গ্রেফতার হলেও বাকিরা রয়ে গেছে ধরা ছায়োর বাইরে। তাই দ্রুত হত্যাকারী ও হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এমএ মুজিবুল হক কিসলু, সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন, সহ-সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এমএ আজিম, সাংবাদিক তরিকুল ইসলাম রতন,ইমরান হোসেন টিটু শফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Categories