
(বাঁয়ে) মাহিন্দ রাজাপাকসে এবং (ডানে) গোটাবায়া রাজাপাকসে- ফাইল ছবি
শ্রীলঙ্কায় এক ভাই প্রেসিডেন্ট, আরেকজন প্রধানমন্ত্রী।
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ভাই মাহিন্দ রাজাপাকসে। গতকাল রোববার দেশটির একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে তিনি শপথ গ্রহণ করেন।
গত দুই দশক ধরে দেশটির মূল শাসন ক্ষমতা রয়েছে রাজপাকসে পরিবারের হাতে। এবারও শাসনক্ষমতা তাদের হাতেই থেকে গেলো। এক ভাই হলেন প্রেসিডেন্ট আর অন্যজন প্রধানমন্ত্রী। এছাড়াও তাদের পরিবারের পাঁচ সদস্য এবারের সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন।
এর গত বুধবার দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি’তেই বিপুল ভোটে জয় পায় মাহিন্দ রাজাপাকসের নেতৃত্বাধীন জোট শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট (এসএলপিপি)। পরে গত শুক্রবার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
(বাঁয়ে) মাহিন্দ রাজাপাকসে এবং (ডানে) গোটাবায়া রাজাপাকসে- ফাইল ছবি
নির্বাচনে মাহিন্দ রাজাপাকসের প্রধান প্রতিদ্বন্দী ছিলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। কিন্তু নির্বাচনে তার দল বিপুল ভোটে পরাজিত হয়। ফলে সরকার গঠন ও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান মাহিন্দ রাজাপাকসে।
এর আগে গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে জয় পান গোটাবায়া রাজপাকসে। ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এ পদে আসীন ছিলেন মাহিন্দ রাজাপাকসে। উৎস-24livenewspaper.