শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান মালা শুরু হয়।

আজ সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরপরই উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিএমএ, পল্লী বিদ্যুৎ সমিতি, রোভার স্কাউট এবং সকল শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে উপজেলা কনফারেন্স হলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে শহরের হবিগঞ্জ সড়কে আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে ছয়দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করা হবে।
আজ ১৫ আগস্ট স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিনামূল্য চিকিৎসাসেবা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন, হামদ্ ও নাত্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
১৬ আগস্ট শ্রীমঙ্গল ইসলামি ফাউন্ডেশনে পবিত্র কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। ১৭ আগস্ট সব গণশিক্ষা কেন্দ্রে বৃক্ষরোপণ, ১৮ আগস্ট কিরাত ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বঙ্গবন্ধু অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা, ১৯ আগস্ট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ২০ আগস্ট রচনা ও আবৃত্তি প্রাতিযোগিতা অনুষ্ঠিত হবে।