শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউ পি চেয়ারম্যানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি। 
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১ নং  মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা আবু সুফিয়ান চৌধুরী(৭৫) সোমবার সকাল ৯টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৫ পুত্র, ৩ কন্যা, পরিবারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।  নৌকা প্রতিক নিয়ে চলতি মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হন।
এলাকায় তিনি স্বজ্জন ব্যাক্তি হিসাবে পরিচিত। মৌলভীবাজার জেলার সদর উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলার তেত্রিশটি গ্রাম নিয়ে গঠিত শত বছরের সংগঠন নয় মৌজা’র আমৃত্যু সভাপতি ছিলেন। উনার মৃত্যুতে এলাকার সর্বসাধারণের মাঝে শোক নেমে আসে। বিভিন্ন ব্যাক্তি, সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক বার্তা জানানো হয়।

 


Categories