“শ্রীমঙ্গলে সড়ক পরিবহন আইন ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধন”

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।

শ্রীমঙ্গলে সড়ক পরিবহন আইন ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন ও নিরাপত্তা বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মসুচির উদ্ধোধন হয়েছে।
আজ বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন বিভাগ ও স্হানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র ( জাইকা) সহায়তায় এই প্রশিক্ষন কর্মসুচির উদ্ধোধন হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিআরটিএ মৌলভীবাজারের সহকারি পরিচালক মো. হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবু নাহিদ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আবু সাঈদ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (জাইকা) উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মান্নান আহমদ প্রমুখ।
প্রসঙ্গত: এ প্রশিক্ষণ কর্মসুচিতে তিনদিনে ৪০ করে মোট ১২০ জন যাবাহন চালক অংশগ্রহন করছে।

Categories