
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
“শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে নাটাবের মতবিনিময়”
যক্ষা রোগ প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ বুধবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের গ্র্যাণ্ড তাজ হোটেল এণ্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মিডিয়ার মোট ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন নাটাব শ্রীমঙ্গল শাখার সভাপতি ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং বিএমএ শ্রীমঙ্গলের সভাপতি ডাঃ হরিপদ রায়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, হীড প্রতিনিধি রাজীব রায়, টিএলসিএ মোঃ মাহবুবর রহমান ও নাটাবের বিভাগীয় সমন্বয়ক সুমন চৌধুরী।
যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে অতিথিরা যক্ষা রোগ ও এর প্রতিকার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই এই রোগটি নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে সংবাদকর্মীরা তাদের পেশাগত দ্বায়িত্বের পাশাপাশি যক্ষ্মা নির্মূলে ভূমিকা রাখতে পারেন।
সভাটি পরিচালনা করেন নাটাব শ্রীমঙ্গল শাখার কোষাধ্যক্ষ মোঃ কাওছার ইকবাল। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, দৈনিক খোলা চিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল প্রমুখ। সভায় প্রশ্ন উত্তর পর্বটি উপস্থিত সাংবাদিকেরা উপভোগ করেন। বক্তারা যক্ষা রোগ প্রতিরোধে নাটাব ও স্বাস্থ্য কর্মীদের সাথে সমন্বয় করে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, গত ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯ হাজার ৪০১ জনের যক্ষার নমুনা পরিক্ষা করা হয়। এরমধ্যে ১ হাজার ৩০১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
নিয়মিত চিকিৎসায় ইতোমধ্যে বেশিরভাগ রোগী সুস্হ্য হয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, বর্তমানে শ্রীমঙ্গল উপজেলায় ৩৮১ জন যক্ষা রোগী চিকিৎসাধীন আছেন।