শ্রীমঙ্গলে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
শ্রীমঙ্গলে ২৫ শে আগস্ট রাতে শহরের বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় মাস্ক না পড়ার দায়ে ৯ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলে।এবং সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধিতে মামলা ও অর্থদণ্ড করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়,ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।অভিযানে মাস্ক না পরার দায়ে ৯ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।