“শ্রীমঙ্গলে বিপুল সংখ্যক নিষিদ্ধ পলিথিন জব্দ: গোডাউন সীলগালা, জরিমানা”

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।

শ্রীমঙ্গলে বিপুল সংখ্যক নিষিদ্ধ পলিথিন জব্দ: গোডাউন সীলগালা, জরিমানা।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবৈধ ও নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা ও পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অন্য একটি প্রতিষ্ঠান  থেকে ১০ কেজি পলিথিন জব্দ ও ওই প্রতিষ্ঠানের গোডাউন সীলগালা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহাকারি পরিচালক মো. বদরুল হুদা। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন জানান, অভিযানে শহরের স্টেশন সড়কের মর্ডান ভেরাইটিজ স্টোর থেকে ৩০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা, লোকনাথ স্টোর থেকে ২০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, শহরের হবিগঞ্জ সড়কের এপি ম্যানশনে অবস্হিত অমিত এন্টারপ্রাইজ থেকে ১০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং  অমিত এন্টারপ্রাইজের গোডাউন সিলগালা করা হয়।
অমিত এন্টারপ্রাইজের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলেও জানান সহকারি কমিশনার (ভূমি)  মো.  নেছার উদ্দিন।
শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন বলেন, অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Attachments

Categories