“শ্রীমঙ্গলে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২০ সম্পন্ন”

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

মোঃ সাইফুল ইসলাম,  শ্রীমঙ্গল প্রতিনিধি।

শ্রীমঙ্গলে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২০ সম্পন্ন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত দেশব্যাপী বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে।
এতে উপজেলার ১১ টি বিদ্যালয়ের ১১ টি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ান হয়েছে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়।
দ্বিতীয় স্থান অধিকার করেছে দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।  তৃতীয় স্থান অধিকার করেছে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
আজ প্রতিযোগিতার  ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম. পি, সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। এই সময় তিনি আশা প্রকাশ করেন যে, শ্রীমঙ্গল উপজেলার মেধাবী প্রতিযোগিরা জেলা ও বিভাগ পর্যায়ে উত্তীর্ণ হয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে শ্রীমঙ্গলের মুখ উজ্জ্বল করবে।

Categories