মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আলোচনা সভার আয়োজন করে। ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনু্ষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
অনু্ষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদার।