“শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের মাঝে ১ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ “

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।

শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের মাঝে ১ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার  বিটিআরআই-এ চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এককালীন অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিটিআরআই-এ ৩৪ জন চা-শ্রমিকের মাঝে ৫ হাজার টাকা করে ১ লাখ ৭০ টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চা-শ্রমিকদের মাঝে চেক বিতরণ করেন।
অনু্ষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি), মো. নেছার উদ্দিন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, আশীদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন প্রমুখ।

 


Categories